Privacy Policy
আমরা আমাদের সকল কাস্টমারদের ব্যাক্তিগত সকল তথ্য সিকিউরড রাখতে বদ্ধপরিকর। সেজন্য আমরা আমাদের সাইট প্রোগ্রামিং এর আপডেট ভার্শন ব্যবহার করেছি। তাছাড়া আমাদের ডেভেলপার সর্বদা নজর রাখেন যেকোন অনাকাঙ্ক্ষিত সাইবার হামলা রুখতে।
অনলাইন তথ্যঃ
আমাদের সাইট "Secure Sockets Layer" SSL সার্টিফায়েড তাই আপনার ব্যাক্তিগত ও পেমেন্ট এর তথ্য ১০০% নিরাপদ থাকে। তাছাড়াও আমরা আমাদের সাইট আধুনিক রিয়্যাক্ট ও লারাভেল ফ্রেমওয়ার্কে করেছি যা অনেক বেশি সিকিউরড।
ব্যাক্তিগত তথ্যঃ
আমরা আপনার ব্যাক্তিগত তথ্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কে কখনো সরবরাহ করি না। আপনি যখন আমাদের সাইটে সাইন আপ করেন তখন আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল এ দেয়া ওটিপির মাধ্যমে ভেরিফাইড করা হয়। এরপর আপনার প্রোফাইল আপডেট করতে বলা হয় যদিও তা স্কিপ করার অপশন দেয়া হয়েছে। তবে আমাদের সাইটে অর্ডার করতে চাইলে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে হবে যা পণ্য পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান কে দেয়া হয়ে থাকে। । তারা যদি কোন প্রকার প্রমোশন বা অন্য কাজে এই তথ্য ব্যবহার করে সেটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়বে না। তবে আইন প্রযোগকারী কোন সংস্থা তাদের কোন তদন্তের প্রয়োজনে তথ্য চাইলে আমরা দিতে বাধ্য থাকবো।
পেমেন্ট তথ্যঃ
আমাদের সাইটে আপাতত বিকাশ পেমেন্টের মাধ্যমে অর্ডার করা যাবে। আমাদের রয়েছে বিকাশের পেমেন্ট গেটওয়ে যা অধিক নিরাপদ। কারন বিকাশের প্রতিটি লেনদেন এর আগে ওটিপি কোড যাচাইকরনের মাধ্যমে যেতে হয় তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট সম্পন্ন হয়। আর এই সমস্ত কার্যক্রম হয় বিকাশের নিজস্ব পেজে তাই কোন প্রকার নিরাপত্তার ত্রুটি থাকেনা।