About Us
চায়না এক্সপ্রেস একটি শিপিং ও শপিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। চায়না এক্সপ্রেস রিটেইল ও হোলসেল সাইটের মাধ্যমে চায়নার আলি এক্সপ্রেস, টাওবাও, টিমল, ১৬৮৮ ও আলিবাবা থেকে পণ্যের অর্ডার নিয়ে থাকি। যারা আমাদের সাইটে অর্ডার করেন, তাদের পণ্য আমরা চাইনিজ সাইট থেকে পারচেজ থেকে শুরু করে ইমপোর্ট, কাস্টমস ক্লিয়ার করে আপনার দ্বারে পৌছে দিয়ে থাকি।আমরা এতদিন শুধুমাত্র আমাদের সাইট থেকে পাওয়া অর্ডারগুলি প্রসেস করতাম। আমাদের কিছু ক্লাইন্ট তারা নিজেরা পণ্য পারচেজ করে থাকেন এবং বিভিন্ন লজিস্টিক কোম্পানির মাধ্যমে ইম্পোর্ট করে থাকেন। তাদের জন্য আমরা নিয়ে এলাম চায়না এক্সপ্রেস শিপিং সার্ভিস। চায়না থেকে আপনার কেনা বা সোর্স করা পন্যগুলি আমাদের ওয়্যারহাউস ব্যবহার করে আমাদের শিপিং সার্ভিস নিতে পারবেন। আমাদের চায়না ওয়্যারহাউস চায়নার গুয়াংজুতে। এই প্রথম আমরা সম্পুর্ণ ডিজিটাল প্লাটফর্ম করেছি যার মাধ্যমে আপনি আপনার পণ্যের অর্ডার প্লেস করে থেকে শুরু করে শিপিং চার্জ সেট করে দিতে পারবেন। পণ্য পৌছানোর থেকে শিপং এর প্রতি স্টেপে ম্যাসেজ ও মেইলের মাধ্যমে আপডেট পাবেন। তাছাড়াও আপনি আপনার ড্যাশবোর্ড থেকেও আপনার পণ্যের লাইভ আপডেত দেখতে পারবেন।
আমাদের সার্ভিসের বৈশিষ্টঃ
- কোনো মিনিমাম ওয়েটের লিমিট নাই (এয়ার শিপিং)
- হ্যান্ডক্যারী শিপিং সার্ভিস
- এয়ার শিপিং সার্ভিস
- সি-শিপিং সার্ভিস
- সাশ্রয়ী কাস্টমাইজ শিপিং রেট
- অন-টাইম ট্রাকিং
- বাই এয়ার ও বাই সি শিপিং সার্ভিস
- প্রতি সপ্তাহে দুইটি শিপমেন্ট
- প্রতি আপডেটে মেইল ও ম্যাসেজ কমিউনিকেশান